Articles by "দুনিয়া"

Showing posts with label দুনিয়া. Show all posts

 

ফিডে অনলাইন দাবায় চীনকে হারাল ভারত


সাহায্য করল চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানন্দ


ফিডে অনলাইন দাবায় চীনকে হারাতে ভারতীয় দলকে সাহায্য করল চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানন্দ । চীনকে হারিয়ে আর প্রজ্ঞানন্দ  জানায়, “চীনকে হারিয়ে আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি। আমাকে স্পন্সরশিপের ব্যবস্থা করে দেবার জন্য আমি নির্মলা সীতারামন মহোদয়াকে ধন্যবাদ জানাতে চাই।







গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তিনি কোমায় রয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দে–জুংয়ের প্রাক্তন এক সহযোগী। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জ‌ং উন এখন গভীর কোমা আচ্ছন্ন। তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাচ্ছেন কিমের বোন কিম ইয়ো জং। 

কিম জং ইয়ো এই মুহূর্তে হয়ে উঠেছেন দেশের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। কিম জং উনের পর তাঁর বোনের হাতে যদি দেশের শাসনভার যায়, তবে এই প্রথম একজন মহিলা উত্তর কোরিয়াকে নেতৃত্ব দেবেন। দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দে জুং–এর সহযোগী চ্যাং সং মিন সম্প্রতি সে দেশের সংবাদমাধ্যমে এই দাবি করে বলেন, ‘আমার কাছে খবর আছে কিম জং উন কোমায় রয়েছেন। কিন্তু তাঁর জীবন শেষ হয়নি। ক্ষমতার সম্পূর্ণ হাতবদল হয়নি। কিন্তু তাঁর অসুস্থতার জেরে যে শূণ্যতা তৈরি হয়েছে তা পূরণে সামনে আনা হয়েছে কিম ইয়ো জংকে।’

কিম জং উনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় তৎপর হয়ে উঠেছে পিয়ং ইয়ংও। গত কয়েক মাসে নিজেদের দেশের রাষ্ট্রপ্রধানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে তারা। আর দাবি করা হচ্ছে, উত্তর কোরিয়ার এই বিতর্কিত শাসক সম্পূর্ণ সুস্থ আছেন। যদিও দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দে–জুংয়ের প্রাক্তন সহযোগীর দাবি, পিয়ং ইয়ংয়ের তরফে প্রকাশ করা উনয়ের ওই সব ছবি ভুয়ো। তাঁর শারীরিক অবস্থা ও মৃত্যু নিয়ে গত ক’মাসে বিভিন্ন খবর ছড়িয়েছে। এপ্রিল মাসে ছড়িয়েছিল, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের সফল না হওয়ায় গুরুতর অসুস্থ পিয়ংইয়ংয়ের শাসক। তাঁর মৃত্যুর একটি ‘ফেক’ ভিডিও ছড়িয়ে পড়ায় জোরদার হয়েছিল জল্পনা।

 

গান্ধীর চশমার দাম আড়াই কোটি টাকা !

ইংল্যান্ডে নিলামে মোহনদাস করমচাঁদ গান্ধী। ইংল্যান্ডের ইস্ট ব্রিস্টল অকশনস হাউসে নিলামে ওঠে গান্ধীর চশমা। শুক্রবার নিলামে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা দাম ওঠে চশমাটির। ইস্ট ব্রিস্টল অকশনসের নিলামে এর আগে  কোনও সামগ্রীর দাম এত ওঠেনি। ইস্ট ব্রিস্টল অকশনস হাউসে জানিয়েছে, 'এই চশমাটি শুধুমাত্র নিলামের রেকর্ড হিসেবেই পরিচিত থাকবে না, এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। আমারা ৪ সপ্তাহ আগেই চশমাটি হাতে পেয়েছি। এক বয়স্ক ভদ্রলোক আমাদের লেটারবক্সে চশমাটি রেখে গিয়েছিলেন। এই চশমাটি স্বয়ং গান্ধীজি তাঁর আত্মীয়কে দিয়েছিলেন।'

দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন ১৯১০ থেকে ১৯৩০ সালের মধ্যে কোনও এক সময় এই চশমাটি ব্যবহার করতেন গান্ধীজি। ব্রিটিশ পেট্রোলিয়ামের এক কর্মীকে সেই সময় উপহার হিসেবে নিজের চশমাটি  দিয়েছিলেন তিনি। সেই কর্মীর মাধ্যমেই চশমাটি ইংল্যান্ডে তাঁর পরিবারের হাতে পৌঁছয়। এখন গান্ধীজির চশমাটির নতুন মালিকও ইংল্যান্ডের বাসিন্দা। যদিও ওই ক্রেতার নাম প্রকাশ করেনি অকশনস হাউস।





আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষ্ঠুর, মিথ্যেবাদী বলছেন তাঁর দিদি। এমনই একটি গোপন রেকর্ডিং প্রকাশ্যে এসেছে বলে সূত্রের খবর। নভেম্বর মাসেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাঁড়ি হাটে ভেঙে দিলেন তাঁরই দিদি। ট্রাম্প মিথ্যাবাদী, বিশ্বাসযোগ্য নয়, এই বিশেষণেই ট্রাম্পকে অভিহিত করা রেকর্ডিং এবার প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের দ্বারা বাইরে আসা একটি রেকর্ডিংয়ে মারায়েন জানিয়েছেন ট্রাম্পের কোনও নীতি নেই।

জানা গিয়েছে, মেরিয়ান ট্রাম্প ব্যারি অভিবাসন নীতি নিয়ে তাঁর ভাইয়ের তীব্র নিন্দা করেছিলেন। সীমান্ত থেকে শিশুদের তাদের বাবা–মায়ের কাছ থেকে আলাদা করে ডিটেনশন সেন্টারে পাঠানোর সিদ্ধান্তেরই প্রতিবাদ করেছিলেন মেরিয়ান। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগও উঠে এসেছে ওই রেকর্ডিংয়ে। গোপন রেকর্ডিংটি ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির হাতে আসা রেকর্ডিংয়ে মেরিয়ানকে বলতে শোনা যায়, তিনি (ডোনাল্ড) কখনওই কোনও নীতির ধার ধারেন না। তাঁর কোনও নীতি নেই।

এই গুগলিতে ট্রাম্প কিছুটা হলেও ব্যাকফুটে। কমলা হ্যারিসকে নিয়ে ইতিমধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছেন জো বিডেন। তবে এই মারাত্মক অভিযোগগুলি নিয়ে ডোনাল্ড ট্রাম্প অথবা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেওয়া হয়নি।


আগামী দু’বছরের মধ্যে করোনা সংকট কেটে যাবে। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু–এর বিশ্বমারীর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে করোনাকে। এই তথ্য দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস।। তবে সাধারণ মানুষের প্রশ্ন, এই দু’‌বছরে কী সংক্রমণ আরও বাড়বে?‌ করোনাভাইরাস কী নতুন চেহারা নেবে?‌ তার উত্তর দিয়েছেন সচেতনভাবেই। 

এদিন জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে তেদ্রজ বলেন, ‘‌আমরা এই অতিমারী দুই বছরেরও আগে শেষ হবে বলে আশাবাদী। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু–এর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এই মহামারীকে। আমাদের সময়ে যেমন অনেক প্রযুক্তি রয়েছে, তেমনি যোগাযোগও আরও নিবিড় হয়েছে। ফলে ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’‌

গত ১৩০ বছর আগের ফ্লু–এর সঙ্গে তুলনা টানার কারণ হিসাবে জানান, বিশ্ব আজ বিশ্বায়ন ও যোগাযোগ এগিয়ে, আর তাতেই সমস্যা আরও বেড়েছে। এই যোগাযোগ ব্যবস্থার ফলেই বিদ্যুৎ–গতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ১৯১৮ সালে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত না হওয়ায় এমনটা হয়নি। আমাদের সময় প্রযুক্তি রয়েছে, জ্ঞান রয়েছে কী করে একে রুখে দেওয়া যায়।



বন্দে ভারত এক্সপ্রেসের গোটা টেন্ডারই বাতিল করে দিল ভারতীয় রেল। বন্দে ভারত মিশনে ৪৪টি সেমি হাইস্পিড ট্রেন নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। শুক্রবার রাতে এই টেন্ডার বাতিলের ঘোষণা করা হয়। চিনের ওপর ডিজিটাল স্ট্রাইক করে লাদাখের ক্ষত খানিকটা নিরাময় করেছিল নয়াদিল্লি। এবার তা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

রেল সূত্রে খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডারে গুরুত্ব পাবে মেক ইন ইন্ডিয়া প্রকল্প। ৪৪টি বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেনের টেন্ডার বাতিল করা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই নতুন টেন্ডার ডাকা হবে। সুতরাং ভারতের মাটিতে ফের ধাক্কা খেল চিনের বাণিজ্যিক স্বার্থ। এতে চিনের এই সংস্থার বড় লোকসান হল বলে খবর। 

জানা গিয়েছে, জুলাই মাসে ৪৪টি সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসের জন্য টেন্ডার ডেকেছিল ভারতীয় রেল। দরপত্র জমা দেয় সিআরআরসি পায়োনিয়র ইলেকট্রিক (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা। এটি ভারত ও চিনের যৌথ মালিকানাধীন। সিআরআরসি ইয়ংজি প্রাইভেট লিমিটেড নামের এক চিনের সংস্থা গুরুগ্রামের পায়োনিয়র ইলেকট্রিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ৪৪টি ট্রেন তৈরির জন্য আবেদন জানিয়েছিল। পুরো প্রকল্পটির মোট অর্থমূল্য ছিল প্রায় দেড় হাজার কোটি টাকা। 

সূত্রের খবর, দেশীয় সংস্থার মুনাফা বাড়াতে টেন্ডার বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল। চেন্নাইয়ের একটি সংস্থাকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর। বন্দেভারত প্রকল্পে আরও পাঁচটি সংস্থা বরাত পেয়েছে। তার মধ্যে রয়েছে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড, ভারত ইন্ডাস্ট্রিজ, মেধা সেরভো ড্রাইভস প্রাইভেট লিমিটেডের মতো সংস্থা। তাদের সঙ্গে চুক্তি বজায় থাকবে বলে জানিয়েছে রেল। 


এই ছিল মনে! করোনা সংকটে জুম অ্যাপে বৈঠকের নির্ভরতা বেড়েছে। আর তাতে এবার শান্ত পেনাল্টি বক্সে জ্বলন্ত গোলটি দিলেন এক ব্যক্তি। জুম অ্যাপে তখন গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। কিন্তু ক্যামেরার অপশন যে অন করা ছিল, শুধু সেটার খেয়াল তাঁর ছিল না। বৈঠক নিজস্ব গতিতে চলছিল। এমন সময় প্রবল শরীরী হিল্লোলের উন্মাদনায় সঙ্গীর সঙ্গে যৌনক্রীড়ায় লিপ্ত ছিলেন তিনি। চূড়ান্ত ক্লাইমেক্সে তখন বেরিয়ে আসছে শীৎকার। মুহূর্তে তা পাবলিক হয়ে গেল। জুম বৈঠকের মধ্যে লাইভ স্ট্রিমিং হয়ে যায় সেই ছবি। ভার্চুয়াল বৈঠক চলাকালীন এমন লাইভ সেক্সে অনেকেই হতচকিত হয়ে পড়েন। 

ততক্ষণে পানু ভিডিও মনে করে অনেকেই গিলেছেন সেই যৌন–কেচ্ছা। আবার লজ্জায় চোখ ফিরিয়েছেনও অনেকে। যদিও অস্বস্তির মুহূর্ত চাপা থাকেনি। মিডিয়াও হামলে পড়ে সেই খবর সম্প্রচারে। ব্যস, যৌন সুড়সুড়ির খবর এক–লহমায় হটকেক। অগত্যা, মিডিয়ার সৌজন্যে ব্রাজিলীয় শহর রিও ডি জেনিরোর সিটি কাউন্সিলের বৈঠক হট অফ দ্য টাউন।

ভুল করে জুম ক্যামেরা অন করে রাখার সুবাদে পড়ে পাওয়া চোদ্দো আনার মতো এভাবে একটা রসাল খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। সংবাদসংস্থা সূত্রে খবর, রিও ডি জেনিরোর সিটি কাউন্সিলের বৈঠকটি ছিল গত সপ্তাহে। রিও ডি জেনিরোর মিউনিসিপ্যাল স্কুলের পড়ুয়াদের খাবার বিলি করার সমস্যা নিয়েই ছিল মূলত আলোচনা। ঘটনার দিন সকালে সমাজতন্ত্র ও লিবার্টি পার্টির সদস্য লিওনেল ব্রিজোলার সভাপতিত্বে একটি জুম বৈঠক চলছিল। 

তখন বৈঠক চলাকালীন ওই সভায় অংশগ্রহণকারী এক ব্যক্তি তাঁর জুমের ক্যামেরা বন্ধ না করেই যৌন–ক্রীড়া করতে শুরু করেন। তবে অন্যান্য সদস্যরা বিষয়টি লক্ষ্য করলেও বৈঠক কিন্তু বন্ধ করেননি। সেক্স করে যে ব্যক্তি ওই কাণ্ডটি ঘটিয়েছেন, তাঁর নাম–পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে। তিনি যে সংসদ সদস্য ছিলেন না, সেটা নিশ্চিত করা হয়েছে।



রাশিয়ায় তৈরি হওয়া করোনা ভ্যাকসিন স্বেচ্ছায় গ্রহণ করবেন বলে জানালেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওবরাডোর। যদিও রাশিয়ার করোনা টিকার দু’‌মাসেরও কম সময়ের মানব ট্রায়াল নিয়ে প্রশ্ন তুলেছেন নানা দেশের বিশেষজ্ঞরা। তাদের দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালের মাত্র ১০ শতাংশই সফল হয়েছে এখনও পর্যন্ত। তবে রাশিয়ার টিকাকেই অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। 

মঙ্গলবার মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, ‘‌আমিই প্রথম এই টিকা দেব।’‌ এই টিকা তৈরি করতে অ্যাস্ট্রাজেনিকা  ওষুধের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মেক্সিকো এবং আর্জেন্টিনা। মেক্সিকোর ডেপুটি ফরেন মিনিস্টার মারাঠা ডেলগাডো জানান, দেশের এই মুহূর্তে ২০০ মিলিয়ন পর্যন্ত ডোজ প্রয়োজন। তৃতীয় ধাপের ট্রায়াল সফল হলে, আগামী বছর এপ্রিল মাসেই প্রথম ব্যাচের টিকা বাজারে আসবে।

উল্লেখ্য, মেক্সিকোয় এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫,২২,১৬২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬,৭৫৭ জন। ১১ আগস্ট মেক্সিকোর রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, করোনার টিকাকরণের অনুমতি দেওয়া হয়েছে তাঁর দেশে। এমনকী তাঁর এক কন্যাকে সেই টিকা দেওয়া হয়েছে।

রাশিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে মেডিক্যাল কর্মী, শিক্ষক ও ঝুঁকির কাজে থাকা বিভিন্ন ব্যক্তিকে এই টিকা দেওয়া হবে। রাশিয়াই প্রথম দেশ যারা করোনাভাইরাসের টিকা রেজিস্টার করল। তবে ফেজ থ্রি ট্রায়ালের আগেই এই টিকাকে অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন দেশের বিজ্ঞানিরা। 


গোটা বিশ্বের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলেছে রাশিয়া। যদিও এই ভ্যাকসিনটি নিয়ে অনেক বিতর্কের অবকাশ রয়েছে। রাশিয়া জানিয়েছে যে, তাদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, আগস্টের শেষের দিকেই এই ভ্যাকসিন বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে। 

রাশিয়ায় তৈরি এই ভ্যাকসিন বাধ্যতামূলক তৃতীয় দফার পরীক্ষা ছাড়াই অনুমোদন পেয়েছে বলে অভিযোগ। অত্যন্ত দ্রুত গতিতে এই ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেছে। যেভাবে এই ভ্যাকসিনের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে, তাই নিয়েই প্রশ্ন উঠেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দু’‌সপ্তাহের মধ্যে করোনা টিকার প্রথম ব্যাচ বাজারে ছাড়া হবে। পশ্চিম বিশ্ব রুশ টিকাকে নিরাপদ নয় বলে যে উদ্বেগপ্রকাশ করেছে, তাও নাকচ করে দেন মুরাশকো। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাশিয়ার ভ্যাকসিন নিয়ে উচ্ছ্বাস প্রকাশের মতো কিছু শোনা যায়নি। যদিও রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, এই টিকা গ্রহণকারীরা কোনও সমস্যায় পড়ছেন কি না, তা পর্যবেক্ষণে বিশেষ একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। আর যাঁরা নেতিবাচক কথা বলছেন তাঁদের সম্পর্কে তিনি বলেন, ‘‌প্রতিদ্বন্দ্বীরাই এমন কথা বলছে।’‌


চিনের বিরুদ্ধে ভারত ডিজিটাল স্ট্রাইক করেছে। আর চিনের সঙ্গে সম্পর্ক ভাল নয় মার্কিন প্রেসিডেন্টেরও। তাই এই নিয়ে চিন–আমেরিকার মধ্যে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। এবার ভারতের পথেই হাঁটতে চলেছে আমেরিকা। টিকটকের পর এবার চিনের ই–কমার্স সংস্থা আলিবাবা–কে মার্কিন মুলুকে নিষিদ্ধ করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চিনের আর্থিক ক্ষতি হবে বিপুল বলে মনে করা হচ্ছে।

এদিন এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি আলিবাবার মতো অন্য চিনের সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করবেন কিনা? উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানান, এই নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। চিন–মার্কিন চলমান দ্বন্দ্বে আলিবাবা হবে দ্বিতীয় সংস্থা যাকে ট্রাম্পের কোপে পড়তে হবে। আর তা যদি হয় তাহলে চিনের কাছে এটা বড় সেটব্যাক। 

জানা গিয়েছে, টিকটকের মালিক বাইটড্যান্সকে নতুন মালিক খুঁজে নেওয়া, না হলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গোটানোর জন্য ৯০ দিন সময়সীমা দেওয়া হয়েছে। ফলে চিনের সঙ্গে চরম সংঘাতে যেতে চাইছে আমেরিকা। আর আমেরিকা যদি চিনের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়বে চিন। এর আগে বাইটড্যান্সকে ৪৫ দিনের সময়সীমা দিয়েছিলেন ট্রাম্প। অ্যাপটি মার্কিন যুব সমাজের কাছে এতটাই জনপ্রিয় যে নির্বাচনের আগে তা সম্পূর্ণ বন্ধ করে দিলে ভোটে প্রভাব পড়তে পারে। সে কারণে মালিকানা হাতবদল করে অ্যাপটি চালু রাখতে চাইছেন প্রেসিডেন্ট। 



সম্পর্ক পতনের সূত্রপাত হয়েছিল ভারতের তিনটি অঞ্চলকে নেপালের বলে দাবি করা থেকে। তারপর সীমান্তে ছোট বড় নানান সমস্যা, রামের জন্মস্থান নিয়ে বিতর্ক, সব মিলিয়ে ক্রমশই খারাপ হয়েছে এই দুই পড়শি দেশের সম্পর্ক। এবার ঠেকায় পড়ে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে কিছুটা মোড় ঘুরল। টুইটারে ভারতকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদীকে ফোন করেন ওলি। এদিন বিকেলে নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তা জানানো হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত। এই জয়ের জন্যও মোদীকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। আসলে নেপালে নিজের গদি টিকিয়ে রাখতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে।

ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আজ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছিলেন। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকার এবং ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনকী অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ভারতের জয়ের জন্য। গত জুন মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ভারত। ভোটাভুটিতে মোট ১৯২টির মধ্যে ১৮৪টি ভোট ভারতের পক্ষে পড়েছিল। 

সূত্রের খবর, ফোনে দু’‌দেশের নেতার মধ্যে করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। মহামারীর প্রভাব যতটা সম্ভব কমিয়ে ফেলা যায়, সেই বিষয়ে সহমত হয়েছেন ভারত এবং নেপালের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে উত্তরের পড়শি দেশকে আগামী দিনেও সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। টেলিফোন করার জন্য নেপালের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোদী। সেইসঙ্গে ভারত এবং নেপালের মধ্যে সভ্যতা ও সাংস্কৃতিক যোগের বিষয়টি তুলে ধরেন।

উল্লেখ্য, তিন ভারতীয় ভূখণ্ডকে নেপালের নয়া মানচিত্রে অন্তর্ভুক্ত করা থেকে রামের জন্মস্থান বিতর্ক— কেপি শর্মা অলির সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে দু’‌দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব দূর করতে আগামী ১৭ আগস্ট দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে ভারত–নেপাল। দেশের মাটিতেই এখন কোণঠাসা ওলি। সেটা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্যই। দেশে জিনিসপত্রের দাম আগুন হয়ে গিয়েছে। ভারত থেকে জিনিস যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এখন উপায় দেখতে না পেয়ে সখ্যতা বাড়ানোর কৌশল। 

তাছাড়া নেপালে এই মুহূর্তে ওলির চেয়ার টলমল। তার জন্যে তিনি ভারতকে দায়ী করেছেন। যদিও সেই কথা মানছে না তাঁর দলের লোকেরা। অন্যদিকে লিপুলেখ সহ তিনটি অঞ্চল নেপালের অংশ বলে নতুন ম্যাপ প্রকাশ করেছে তারা। উত্তরাখণ্ডে বিতর্কিত এলাকায় বেড়া দিচ্ছে নেপাল। বিহার সীমান্তে একজন ভারতীয়কে গুলি করে মেরেছে নেপালি পুলিশ। আটকানো হচ্ছে বাঁধ নির্মাণের কাজ। এর ওপর আবার কেপি শর্মা ওলি বলেছেন রাম নেপালি ছিল। সবমিলিয়ে এই সব নিয়ে উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। এদিনের ফোনে কথাপোকথন সেই ক্ষতে প্রলেপ দিতে পারে কিনা, এখন সেটাই দেখার।


একটি রিপোর্টে বলা হয়েছিল, ব্রাজিল থেকে আমদানি করা ফ্রোজেন চিকেন উইংসে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। এমনকী এই দাবি করেছিল বেজিং। চাহিদা মেটাতে প্রতি বছরই বিপুল পরিমাণ মুরগির মাংস ব্রাজিল থেকে আমদানি করে চিন। কিন্তু তা খারিজ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, খাবার বা খাবারের প্যাকেট থেকে প্রাণঘাতী করোনা সংক্রমণ ছড়ানোর কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

সম্প্রতি চিনে ব্রাজিল থেকে আমদানি করা ফ্রোজেন মুরগির মাংসে মিলেছে করোনাভাইরাস। বৃহস্পতিবার আমদানি করা চিকেনে করোনাভাইরাস পাওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন সেদেশের শেনঝেন শহরের স্থানীয় প্রশাসন। ব্রাজিলের সান্টা ক্যাটারিনার একটি কারখানা থেকে ফ্রোজেন চিকেন উইংস আমদানি করা হয়েছিল। তার একটি ব্যাচের চিকেন উইংসের নমুনা পরীক্ষা করে তাতে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। যদিও সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডাঃ মাইক রায়ান বলেন, ‘‌মহামারিতে ইতিমধ্যেই মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে আছে। নতুন করে আর আতঙ্ক ছড়ানোর দরকার নেই। খাবার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অযথা খাবার এবং খাবারের প্যাকেট নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই।’‌

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা টেকনিক্যাল প্রধান মারিয়া ভান কেরখোভে জানান, এরকম হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। ১০টিরও কম ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। এখনও পর্যন্ত এরকম কোনও উদাহরণ নেই যে খাবারে ভাইরাস থাকলে, সেখান থেকে কেউ আক্রান্ত হয়েছেন। যে কোনও জিনিস রান্না করলে অন্যান্য ভাইরাসের মত করোনাভাইরাসও মরে যায়। খাবার ডেলিভারি দেওয়ার সংক্রমণ ছড়িয়েছে, এমন উদাহরণও প্রায় নেই বললেই চলে। তাই খাবার থেকে অযথা আতঙ্কিত হবার কিংবা আতঙ্ক ছড়ানোর কোনও মানে নেই। 


এই সেক্স ট্যুরিজমের তালিকায় যোগ হচ্ছে নিত্য নতুন দেশের নাম। হাভোস্কোপ রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে দেখানো হয় দেহব্যবসায় অর্থের লেনদেনের ভিত্তিতে বিশ্বের বহু দেশ অর্থনীতির হাল পালটে দিচ্ছে। করোনা আবহে এটাই বিকল্প পথ। কারণ চাকরি নেই, রোজগার নেই, ব্যবসা লাটে উঠেছে। সেখানে আছে বলতে শুধু শরীর। বাঁচতে এখন সেটাকেই পণ্য করা হচ্ছে। অনেক দেশেই হয়ত এখনও যৌন ব্যবসা বৈধ নয়। কিন্তু তারাও এখন সেক্স ট্যুরিজমের দিকে ঝুঁকছে। 

সেক্স ট্যুরিজমে বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন হল থাইল্যান্ড। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমান এখানে। কারণ সেখানে যে রয়েছে অবাধ যৌনতার এক রেড কার্পেট। গোটা থাইল্যান্ডেরই বহু জায়গায় শুধুমাত্র যৌনতাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে পর্যটন শিল্প। দিনের বেলা আপাত নিরীহ জায়গাগুলি রাত হলেই পালটে যায়। নষ্ট রাতের দুনিয়ায় উদ্দামতায় মজে থাকে থাইল্যান্ডের বিভিন্ন প্রান্ত। অসংখ্য ম্যাসেজ পার্লার, স্পা এবং নাইটক্লাবের আড়ালে চলতে থাকে অবাধ যৌনতার কারবার। 

আর্জেন্টিনাও অবাধ যৌনতার এক স্বর্গ। ১৮৮৭ সাল থেকে আর্জেন্টিনায় বৈধতা পেয়েছে সমকামিতা। আর তারপর থেকেই আর্জেন্টিনায় সমকামী দেহ ব্যবসায়ীদের চাহিদা তুঙ্গে। এমনকী খোদ আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকেও বিশ্বের সমকামী পর্যটকদের আকর্ষণ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত সেক্স ট্যুরিজমের হাত ধরেই অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে আর্জেন্টিনা। 

সমুদ্র, পাহাড়ের প্রাকৃতির যুগলবন্দি আর সেইসঙ্গে অবাধ যৌনতার হাতছানি। ডমিনিকান রিপাবলিক এই কারণে অত্যন্ত জনপ্রিয়। সারা পৃথিবীর সেক্স ট্যুরিজমের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে এই দেশটি। গোটা দেশেই দেহ ব্যবসা আইনসম্মত, ফলে যৌনতা ও সুরক্ষা, দুই দিক থেকেই ডমিনিকান রিপাবলিক অত্যন্ত নিরাপদ দেশ। এই দেশের সোসুয়া ও বোকা চিকা নামের শহরদুটি সেক্স ট্যুরিজমের জন্যে সবচেয়ে আকর্ষণীয়। এমনকী রাস্তাঘাটেও অনেকেই জড়িয়ে পড়েন শরীরি মাদকতায়। 

যৌন পর্যটনের পীঠস্থান বলা হয় বুলগেরিয়া–কে। সানি বিচ রিসর্ট ঘিরে নানা রঙিন গল্প রয়েছে। বলা হয়, সানি বিচ রিসর্টের সৈকতে কয়েক হাজার যৌনকর্মী ভিড় জমান। তাঁদের অনেকেই কিন্তু সেই দেশের বাসিন্দাই নন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাঁরা এসে ভিড় জমান এখানে। রাতেও চড়ে যৌনতার পারদ। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা বুলগেরিয়ায় ছুটে যান শুধুমাত্র সানি বিচ রিসর্টের জন্যে। শুধু টু’‌পিস পড়া যেন এখানে রেওয়াজ।

পর্ন ইন্ডাস্ট্রির ক্যাপিটাল বলা হয় স্পেনকে। সবচেয়ে বেশি নীল ছবির শ্যুটিং হয় স্পেনে। এখানে প্রকাশ্যেই হয় সেক্স পার্টি। যার পোশাকি নাম সেক্স রুলে। গোটা বিশ্বের মানুষকে এখানে আমন্ত্রণ জানানো হয়। অপেক্ষায় থাকে যৌনতায় ভরা এক অবাধ দুনিয়া। এখানে যৌনতা একেবারেই জুয়ার মতো। অনেক পুরুষ ও নারীর মধ্যে লুকিয়ে থাকেন এমন একজন, যার শরীরে বাসা বেঁধেছে এইডস যৌনব্যাধী। তাঁর সঙ্গে যদি যৌনতায় মাতেন, তবে কিন্তু সব শেষ। তবু ক্লিভেজ–নাভাল–বুবস ঘিরে রাত কাটে মাদকতায়। 



বৌদ্ধ মঠে মদ্যপনগ্ন যুবতীর উদ্দামতা


বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের মুখ পোড়ালেন এক যুবতী। থাইল্যান্ডে বৌদ্ধ মঠে গিয়ে বাংলাদেশের ওই যুবতী পর্যটক রীতিমতো শোরগোল ফেলে দিলেন। মদ্যাপ অবস্থায় বিবস্ত্র হয়ে তিনি পথচারীদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন বলেও অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবতীর নাম ফারাহ হক। সঙ্গে উদ্দাম নৃত্য করতে দেখা যায় তাঁকে। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং মাই এলাকার একটি বৌদ্ধ মঠে এই ঘটনা ঘটেছে। থাইল্যান্ড পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই বৌদ্ধ উপসনালয়ের গেটে দাঁড়িয়ে, বসে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ওই যুবতী কুরুচিকর ভাষার চিৎকার করছিলেন। তখন কয়েকজন এসে তাঁকে সেখান থেকে চলে যেতে বললে তাঁদেরও গালিগালাজ শুরু করেন ফারাহ। পুলিশ এসে ওই যুবতীকে আটক করে স্থানীয় সুয়ান প্রুং সাইক্রিয়াটিক হাসপাতালে ভর্তি করে। যা ভাইরাল হয়ে গিয়েছে।

থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সোমকিত ফুসোদের কথায়, ফারাহ প্রথমে একজন পর্যটক হিসেবে থাইল্যান্ডে আসেন। এপ্রিল মাস থেকে সেখানকার একটি স্থানীয় স্কুলে ইংরেজি শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। তাঁর বয়স ২৮ বছর বলে জানিয়েছে পুলিশ। সম্ভবত অতিরিক্ত মদ্যপানের কারণেই এমন আচরণ করছিলেন ফারাহ। নেশার ঘোরেই নিজের শরীরের সব পোশাক খুলে বৌদ্ধ মঠের উপরে উঠে পড়েন তিনি। তারপর তারস্বরে চিৎকার শুরু করেন। উল্লেখ্য, এর আগেও ফারাহকে রাতে মদ্যপ অবস্থায় ওই অঞ্চলে অনেকে ঘোরাফেরা করতে দেখেছেন বলে অভিযোগ।

বিষয়টি জানানো হয়েছে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফারাহকে শাস্তি ও জরিমানা করা হতে পারে বলে খবর। কিছুদিন আগে এক দম্পতি মিশরের গাজায় অবস্থিত খুফু পিরামিডের উপরে উঠে পড়েন। ২০১৮ সালের এক রাতে পিরামিডের উপরেই পোশাক খুলে নগ্ন হয়ে যান। কিছুক্ষণের মধ্যে পুরুষটি তাঁর সঙ্গে মেতে ওঠেন অবাধ যৌনতায়। সেই দৃশ্যও গোটা বিশ্ব দেখেছিল।



 

নিক-প্রিয়াঙ্কার পরিবারে খুদে সদস্যের আগমন

প্রিয়াঙ্কা মন্ডল


প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বি-টাউনের বহুল চর্চিত সেলেব দম্পতিদের মধ্যে অন্যতম নিক-প্রিয়াঙ্কার জুটি।  তাদের প্রেম ও বিয়ে কোনটাই রূপকথার চেয়ে কম কিছু নয়।  2018 তে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। 


যদিও নিজের থেকে বয়সে ছোট নিককে বিয়ে করায় বহু সমালোচনার শিকার হতে হয়েছিল এই অভিনেত্রীকে। তবে সেসবকে কোনদিনই পাত্তা দেননি প্রিয়াঙ্কা। লকডাউন ও করোনা আবহের মধ্যে এখন চুটিয়ে সংসার করতে ব্যস্ত নিক জোনাস।

 বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে নিক-প্রিয়াঙ্কার পরিবারে নাকি আরও এক নতুন খুদে সদস্যের আগমন ঘটেছে। এই ক্ষুদে সদস্য কে দত্তক নিয়েছেন নিয়াঙ্কা। আবার আদর করে নামও রেখেছেন "পান্ডা"।


সম্প্রতি প্রিয়াঙ্কা নিজের ইনস্টা হ্যান্ডেলে পান্ডার কিছু ছবি শেয়ার করেছেন যা মুহূর্তের মধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। এখন জানতে ইচ্ছে করছে তো "পান্ডা" আবার কে? আসলে এই "পান্ডা" হলো নিক প্রিয়াঙ্কার পরিবারের নতুন ক্ষুদে পোষ্য।


নিজের ইনস্টা হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, "আমাদের নতুন পরিবারের প্রতিকৃতি! পরিবারে আপনাকে স্বাগতম, পান্ডা! আমরা কয়েক সপ্তাহ আগে এই ছোট্ট ছানাটিকে দত্তক নিয়েছি । আমরা নিশ্চিত নই, তবে মনে হয় পান্ডা হাস্কি ও অস্ট্রেলিয়ান শেপার্ডের মিশ্র প্রজাতি সেই চোখ ... এবং সেই কান !!!"


এখন নিক-প্রিয়াঙ্কার পরিবারের সদস্য সংখ্যা চার থেকে বেড়ে হল পাঁচ। প্রসঙ্গত, নিক-প্রিয়াঙ্কার পরিবারের আগে থেকেই রয়েছে তাঁদের দুই পোষ্য সন্তান "জিনো" এবং "ডায়ানা"। 


এবার এই তালিকায় যোগ হলো খুদে সদস্য "পান্ডা"। এই তিন পোষ্য সন্তানকে নিয়ে বর্তমানে সুখে শান্তিতে দিন যাপন করছেন নিক প্রিয়াঙ্কা।






গৌতম বুদ্ধের উপাসনার দেশে করোনার প্রকোপ বেড়েছে। হঠাৎ নতুন করে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ায় দেশ জুড়ে লকডাউনের পথে হাঁটল প্রতিবেশী দেশ ভুটান। চলতি মাসেই ভুটানে নতুন করে করোনায় সংক্রমিত ৯৭ জনের হদিস মিলেছে। যার মধ্যে ২১ জন রাজধানী শহর থিম্পুর বাসিন্দা। এছাড়াও গেলিফু জেলার ৭২, পারোর ৩ জন এবং ঝেমেগাঙ্গ জেলার একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় তাই সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। এই অবস্থায় সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। ফলে আদান–প্রদান বাণিজ্য, আমদানি–রপ্তানি বাণিজ্য এবং দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ছেদ পড়েছে। সুতরাং অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভুটানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জারি করা এক সরকারী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনের জন্য ভুটানে সম্পূর্ণ লকডাউন পালন করা হবে। 

এই ঘোষণার ফলে আলিপুরদুয়ারের সীমান্ত শহর জয়গাঁর দুটি গেট এবং পাশাখা দিয়ে ভুটানগামী তিনটি পথই সিল করে দেওয়া হয়েছে। সুতরাং টানা পাঁচদিনের জন্য বন্ধ থাকবে সীমান্ত বাণিজ্য। তবে লকডাউনের ওই পাঁচ দিনের মধ্যে ভুটানে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হলে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, প্রতিবেশী দেশের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরাও সহযোগিতার আশ্বাস দিয়েছি।



করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে প্রথম ভারত


পরিস্থিতি যে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে তা প্রধানমন্ত্রীর বৈঠক থেকে স্পষ্ট। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তাঁকে যথেষ্ট উদ্বিগ্ন দেখাচ্ছিল। আর তারপরেই হাতে এল পরিসংখ্যান রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে, গত ৪–১০ আগস্ট করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে ভারত। ফলে এবার পুরোপুরি এক নম্বরে নিজেদের টিকিয়ে রাখতে চলেছে বলে মনে করা হচ্ছে। গত ৭ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের থেকে বেশি করোনা আক্রান্ত ধরা পড়েছে ভারতে। 

জানা গিয়েছে, গত ৪ থেকে ১০ আগস্টে বিশ্বজুড়ে যত নতুন করোনা সংক্রমণ ঘটেছে, তার ২৩ শতাংশই ভারতে। এই একই সময়ে বিশ্বে করোনায় মৃত্যুর ১৫ শতাংশই ভারতে। সুতরাং পরিস্থিতি যে অতি খারাপ তা আর বলার অপেক্ষা থাকে না। এই পরিস্থিতি যদি অবিলম্বে রোখা না যায় তাহলে বড় ধরণের মহামারির মুখোমুখি হতে পারে ভারত বলে আশঙ্কা করা হচ্ছে। 

আগে আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে ছিল ভারত। এখনও মোট করোনা সংক্রমণের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। কিন্তু এভাবে চলতে থাকলে প্রথম স্থানে পৌঁছতে বেশি সময় লাগবে না। ভারতে গত ৪ থেকে ১০ আগস্ট মাসে মোট নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪,১১,৩৭৯ জন। মৃত ৬,২৫১। আর মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৪ থেকে ১০ আগস্টে মোট নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৯,৫৭৫। মৃত ৭,২৩২। ব্রাজিলে এই এক সপ্তাহে কোভিড পজিটিভ ৩,০৪,৫৩৫। প্রাণহানির সংখ্যা ৬,৯১৪।



 

করোনায় বাজিমাৎ রাশিয়ার !

বাজারে এল বিশ্বের প্রথম ভ্যাকসিন !!

 

সারা বিশ্বকে  তাক লাগিয়ে সবার আগে করোনা ভ্যাকসিন নিয়ে হাজির হল রাশিয়া।   বিশ্বকে প্রথম করোনা ভ্যাকসিন দিতে চলেছে রাশিয়া। সংবাদসংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু  তাই নয়, এই ভ্যাকসিন এর প্রথম প্রয়োগও করা হয়  ভ্লাদিমির পুতিনের মেয়ের উপর। পুতিন জানিয়েছেন, ‘‘আমার এক মেয়েকেও ওই টিকা দেওয়া হয়েছে। সে-ও এই গবেষণায় অংশগ্রহণ করল।’’  করোনার টিকা তৈরির দৌড়ে ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ। বিশ্বের অন্য দেশগুলিকে পিছনে ফেলে রাশিয়া ঘোষণা করল তারই প্রথম করোনার টিকা তৈরি করেছে।

রাশিয়ার সংবাদসংস্থা  ব্লুমবার্গ সূত্রে খবর অগাস্টের ১০ থেকে ১২ তারিখের মধ্যে রাশিয়ার নভেল করোনাভাইরাসের ‘রেজিস্টার’ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এই ভ্যাকসিন রেজিস্টারের তিন থেকে সাত দিন পর থেকেই ব্যবহার করা যাবে এই ভ্যাকসিন।


টেলিভিশন বার্তায় এদিন  পুতিন বলেন, ‘‘নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে সারা বিশ্বে রাশিয়াই প্রথম টিকা তৈরি করেছে।’’ এই টিকা ‘দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা’ গড়ে তুলতে সক্ষম হবে বলেও দাবি করেছেন পুতিন।







দিল্লির বাসিন্দা ২৭ বছরের এক ব্যক্তির আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করেছিলেন ফেসবুকের এক কর্মী। ওই ব্যক্তি এমন কয়েকটি ভিডিও শেয়ার করেছিলেন যাতে তাঁর আত্মহত্যার প্রবণতা ফুটে উঠেছিল। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হল ওই ব্যক্তিকে। লকডাউনে আর্থিক অনটনের জেরে আত্মহত্যা করতে যাচ্ছিলেন তিনি। আত্মহত্যা করার আগে ওই যুবক ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওটিতেই এমন কিছু ইঙ্গিত ছিল, যা দেখে মনে হয় তিনি আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছেন।

কিভাবে রোখা সম্ভব হল?‌ প্রথমে, বিষয়টি লক্ষ্য করে সুদূর আয়ারল্যান্ড থেকে দিল্লি পুলিশকে ফোন করে জানান তিনি। কারণ ফেসবুকে শেয়ার করা ওই ব্যক্তির ফোন নম্বরটি দিল্লিতে নথিভুক্ত। আয়ারল্যান্ডের ওই ফেসবুক কর্মীর তৎপরতা, দিল্লি আর মুম্বই পুলিশের মধ্যে অনবদ্য সমন্বয়ে হয়ে গেল অসাধ্য সাধন। ২৭ বছরের ওই ব্যক্তি যে ভিডিও পোস্ট করেছিলেন তাতে দেখা যাচ্ছিল যে, তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফেসবুকের মনে হয়েছিল ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারলে হয়তো তাঁকে আত্মঘাতী হওয়া থেকে আটকানো যেতে পারে। তাই ফেসবুক দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

ফেসবুক সংস্থার পক্ষ থেকে যোগাযোগ করা হয় দিল্লির ডেপুটি কমিশনার (সাইবার) অন্বেষ রায়ের সঙ্গে। ফেসবুকে ওই যুবকের ফোন নম্বর নথিভুক্ত ছিল। সেই সব কিছু দিয়ে, যুবকের সন্দেহজনক ভিডিও’‌র কথা জানিয়ে মেল করা হয় রায়কে। তখনই সক্রিয় হয় দিল্লির সাইবার দপ্তর। ফোন নম্বরটি পূর্ব দিল্লির বাসিন্দা এক মহিলার। সেই নম্বর ট্র্যাক করে ওই মহিলার বাড়ি পৌঁছয় দিল্লি পুলিশ। কিন্তু সেখানে গিয়ে চমক। ওই মহিলা তো একদমই সুস্থ রয়েছেন।

এরপর ওই ঘটনা অন্য দিকে মোড় নেয়, যখন জানা যায় যে ওই ব্যক্তি মহিলার স্বামী এবং তিনি দিন কয়েক আগেই স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মুম্বই চলে গিয়েছেন। মহিলার কাছে তাঁর স্বামীর ফোন নম্বর থাকলেও মুম্বইয়ে তিনি কোথায় আছেন, তা জানা ছিল না। ডিসিপি রায় তখন মুম্বই পুলিশের ডিসিপি (ক্রাইম) রেশমী কারাণ্ডিকরকে ফোন করেন। ততক্ষণে কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা। ওই ব্যক্তি তখনও বেঁচে আছেন কিনা, তাও জানা নেই। রেশমী কারাণ্ডিকর ওই মহিলার দেওয়া নম্বরে বারবার ফোন করলেও তা আনরিচেবল মেলে।

উপায়ান্তর না দেখে ওই যুবকের মাকে দিয়ে ভিডিও কল করানোর চেষ্টা করা হয় হোয়াটসঅ্যাপে। কিন্তু সেটা বারবারই কেটে যেতে থাকে। তারপরে ওই যুবক নিজেই মাকে কল করেন, অন্য একটা নম্বর থেকে। রেশমি জানান, ফোনে যোগাযোগ হওয়া মাত্র আমাদের এক অফিসার ওর সঙ্গে কথা বলে ওকে ব্যস্ত রাখে। আর অন্য একটি দল বেরিয়ে যায় নির্দিষ্ট লোকেশন ট্রেস করে। অবশেষে রাত দেড়টায় ওই যুবকের ঘরে পৌঁছয় মুম্বই পুলিশ। রুখে দেওয়া সম্ভব হয় ওই যুবকের আত্মহত্যা।

ধেয়ে আসছে দৈত্যকার সৌরকলঙ্ক

২০২০ সালটা যেন বিষে ভরা। কারণ করোনা এবং আমফানের দানবীয় হানায় এই বছরের শুরু থেকেই পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। রোজকার মৃত্যুমিছিল ক্রমেই ঘরবন্দি মানুষের কাছে অসহনীয় হয়ে উঠছে। শুধু করোনার দানবীয় হানাই নয়, একাধিক দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চারিদিকে শুধুই হাহাকার। তার মধ্যেই এবার ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

জানা গিয়েছে, এক দৈত্যাকার সৌরকলঙ্ক এবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা। যার জেরে বড় ধরণের স্পেস ফ্লেয়ার দেখা যেতে পারে। ৫০ হাজার কিলোমিটারের দৈত্যাকার এই সৌরকলঙ্ক সৌরঝড়ের সৃষ্টি করতে পারে মহাকাশে। আর মহাকাশের বুকে সেই ঝড় থেকে একাধিক অগ্নি স্ফুলিঙ্গ উঠে আসতে পারে। এটিকে করোনাল মাস ইজেকশন বলা হয়। 

নাসার তথ্য অনুযায়ী, এই অগ্নি–স্ফুলিঙ্গ মহাশূন্যে ভয়াবহ আকার নিলে পৃথিবীর বুকে পাওয়ার গ্রিড, বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা, জিপিএস, রেডিও সংযোগ বিচ্ছিন্ন হতে এক মিনিটও সময় লাগবে না। সূর্যের বাইরের অংশে কালো দাগকেই সৌর কলঙ্ক বলা হয়। সূর্যের মধ্যে তুলনামূলক ঠান্ডা এলাকা এগুলি। এতে বিভিন্ন ধরনের গ্যাস থাকে। যাতে বিদ্যুতিক কিছু উপাদান যুক্ত। তার দ্বারা চৌম্বকীয় শক্তি তৈরি হয়। আর এই কলঙ্কের নির্গমনে চৌম্বকীয় ক্ষেত্রে তোলপাড় তৈরি শুরু হয়।


Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
satta king tw