দেশে করোনা মহামারির জেরে সবথেকে বেশি
ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিক এবং গরিবরাই৷ 'মন কি বাত'-এ তা স্বীকার করে নিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে স্বাভাবিক হতে
থাকায় আরও সতর্ক থাকতে হবে বলে দেশবাসীর কাছে আবেদন করলেন প্রধানমন্ত্রী৷
এ দিনও অবশ্য প্রধানমন্ত্রীর মুখে আত্মনির্ভর
ভারত গড়ার ডাক শোনা গিয়েছে৷ তাঁর দাবি, দেশ আত্মনির্ভর হলে করোনা মহামারির মোকাবিলায়
সমস্যা অনেকটাই কম হতো৷ তবে কন্টেইনমেন্ট জোন বাদে গোটা দেশে লকডাউন উঠলেও করোনার বিপদ
এতটুকু কমেনি বলেও সতর্ক করে দিয়েছেন নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায়
'সেবাশক্তি'-র ক্ষমতা দেখেছে গোটা দেশ৷ মানুষ করোনা সংক্রমণ রুখতে এবং সামাজিক দূরত্ব
মানতে যে সমস্ত উদ্ভাবনী শক্তি বের করেছেন, তারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী৷
তিনি বলেন, 'আমাদের গ্রাম, জেলা, রাজ্যগুলি
আজ আত্মনির্ভর হলে এত সমস্যা হতো না৷ কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ আত্মনির্ভর
হওয়ার চেষ্টা করছে৷ যা আমায় খুশি করেছে৷' তাঁর দাবি, আত্মনির্ভর হতে পারলে চলতি দশকে
নতুন উচ্চতায় পৌঁছবে দেশ৷
প্রধানমন্ত্রী এ দিনও দাবি করেছেন, বিশ্বের
অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার অনেক কম৷ গোটা বিশ্ব করোনা মোকাবিলায় ভারতের
দিকে তাকিয়ে রয়েছে বলেও মনে করিয়েছেন প্রধানমন্ত্রী৷