পুরষ্কৃত আলাপনই হচ্ছেন রাজ্যের মুখ্যসচিব
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব পদে নিয়োজিত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা জানিয়েছেন। সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে নবান্ন।
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা। তাঁর জায়গায় আসছেন ১৯৮৭ সালের ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়। এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন আলাপনবাবু।
আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নতুন মুখ্যসচিব ঘোষণার সঙ্গে সঙ্গে আরও দুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এক, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন এইচ কে দ্বিবেদী। এতদিন তিনি অর্থসচিব পদের দায়িত্বে ছিলেন। আর অর্থসচিব পদে নিযুক্ত হচ্ছেন মনোজ পান্থ। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য প্রশাসনের এই নতুন সচিব টিম ১ অক্টোবর থেকে দায়িত্বভার গ্রহণ করবে। নতুন টিমকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আলাপনবাবুই যে পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন অনেকদিন আগে থেকেই তা শোনা যাচ্ছিল। চাকরি জীবনের শুরুতে মহকুমাশাসক, আন্ডার সেক্রেটারি এবং একাধিক জেলার জেলাশাসক হিসেবে কাজ করেছিলেন আলাপনবাবু। কলকাতা পুরসভার কমিশনার ছাড়াও পুর, পরিবহণ, শিল্প, এসএসএমই’র মতো দপ্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রশাসনের অন্দরের ব্যাখ্যা, দীর্ঘ অভিজ্ঞতা এবং সরকারকে বহুবার নানা সমস্যা থেকে বের করে আনার সুবাদে পরবর্তী মুখ্যসচিব পদের অন্যতম দাবিদার তিনিই। উল্লেখ্য, বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহা পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়ুক্ত হচ্ছেন। ৩ বছরের মেয়াদে এই পদে বহাল হচ্ছেন তিনি।