আরবিআই আওতায় ১৫৪০ ব্যাংক

আরবিআই আওতায় ১৫৪০ ব্যাংক
 
                         

করোনা সংক্রান্ত lockdown - এর জেরে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দেশ । তাই দেশের আর্থিক অবস্থার দ্রুত উন্নতি ঘটাতে এক প্রশংসনীয় বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার এক বিশেষ পর্যায়ের ক্যাবিনেট বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবরেকার জানিয়েছেন যে দেশের ১৫৪০ টি ব্যাংককে আরবিআই - এর অধীনে নিয়ে আসা হবে । যাতে আরবিআই- এর মতোই আর্থিক শক্তি ধারণ করতে পারে ওইসব ব্যাংক । এর পাশাপাশি মুদ্রা শিশু লোনের ক্ষেত্রে ২ শতাংশ সুদ কমানোর সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবরেকার ।

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
satta king tw