মর্মান্তিক !! ২৪
ঘণ্টায় বাজ পড়ে দেশে মৃত ১০০ জনেরও বেশি
মারাত্মক বিপর্যয়ে বিধ্বস্ত দু’রাজ্য।
২৪ ঘণ্টায় বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ১০০ রও বেশি! ৮৩ জন মারা গেছেন বিহারে! উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ২৪ জনের! জানা গেছে,
মৃতদের মধ্যে বেশিরভাগই মাঠে ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিহারের ৮৩ জন নিহতের মধ্যে ১৩
জনই গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া মধুবনী ও নবাদা জেলায় ৮ জন করে,
ভাগলপুর ও সিওয়ানে ৬ জন করে এবং বাঁকা, দারভাঙা ও পূর্ব চম্পারণ জেলায় ৫ জন করে মারা
গেছেন!
উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাত
এবং বজ্রপাতে যে ২৪ জন মারা গিয়েছেন তাঁদের মধ্যে শুধু দেওরিয়া জেলায় 9 জনের মৃত্যু
হয়েছে। কুশিনগর, উন্নাও, ফতেহপুরে ১ জন করে, দেওরিয়ায় ৯, বড়োবাঁকিতে ২, প্রয়াগরাজে
৬, আম্বেডকরনগরে ৩ এবং বলরামপুরে ১ জন মারা গিয়েছেন।বিহার-উত্তরপ্রদেশে বাজ পড়ে একদিনে
মৃত অন্তত ১০৭!
এর বাইরে খাগরিয়া ও আওরঙ্গাবাদ
জেলায় তিনজন করে, জহানাবাদ, কিষাণগঞ্জ, পশ্চিম চম্পারণ, যমুই, পূর্ণিয়া, সুপৌল, কাইমুর
ও বাক্সারে দু’জন করে এবং সরণ, শিবহর, সমতীপুর, মধেপুরা ও সীতামারীতে ১ জন করে মারা
গেছেন।
Post a Comment