BREAKING NEWS
কাঁথি শহরে করোনা আক্রান্ত মহিলা
একদিকে শুরু হয়েছে আনলক ডাউন ওয়ান, অপরদিকে দলে দলে রাজ্যে ফিরে আসছেন রাজ্যের বাইরে থাকা শ্রমিকরা। আর তার ফলও মিলছে হাতেনাতে। দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এভাবেই কাঁথি শহরের বুকে ফের পাওয়া গেল করো না পজেটিভ রিপোর্ট।
এই ঘটনায় ফের নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে কাঁথি পৌর এলাকা জুড়ে। জানা গিয়েছে বছর চল্লিশের ওই মহিলার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে তিনি কর্মসূত্রে থাকতেন দিল্লিতে। গত 6 জুন দিল্লি থেকে বাড়ি ফিরেছেন তিনি । তাঁর শরীরে কিছু করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। এরপরই তাঁর লালা রস সংগ্রহ করা হয় এবং সেই পরীক্ষার রিপোর্ট হয় পজেটিভ। বুধবার সন্ধ্যে নাগাদ এই রিপোর্ট হাতে আসার পরই শহর জুড়ে শুরু হয়ে যায় নতুন করে চাঞ্চল্য আর আতঙ্ক। যদিও একটা বিষয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন কাঁথি শহরের মানুষ আর সেটা হল ওই মহিলা এই মুহূর্তে রয়েছেন পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে কোভিড হাসপাতালে। ওই হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে মহিলাকে।
Post a Comment