দক্ষিণেশ্বর
মন্দির আনুষ্ঠানিক ভাবে
খুলছে শনিবার
দক্ষিণেশ্বর মন্দির আনুষ্ঠানিক ভাবে খুলছে আগামী শনিবার থেকে । দক্ষিণেশ্বর কালীবাড়ির মা ভবতারিণীর মন্দির শনিবার থেকে ভক্তদের জন্য খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেলে ৩ টে থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত । দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের জন্য নতুন নিয়মাবলী ঘোষনা করল মন্দির কর্তিপক্ষ । দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি কুশল চৌধুরী বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে শনিবার থেকে মন্দির খোলার ঘোষণা করেন ।
দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের জন্য করোনা মোকাবিলায় চালু করা হল নতুন নিয়মাবলি । সেগুলি হল - মন্দিরে পুজো দিতে আসার সময় প্রত্যেক ভক্তের শরীরের তাপমাত্রা থার্মাল স্ক্রিনিং করে মেপে দেখা হবে । স্বাভাবিক তাপমাত্রা হলে তবেই মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন ভক্তরা । ভক্তদের মন্দিরে প্রবেশের সময় ই টানেল দিয়ে জীবাণু মুক্ত হয়ে তবেই মন্দিরে ঢুকতে হবে । মায়ের মন্দিরে পুজো দিতে আসলেও সরাসরি কাউকে মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না । কড়া নিরাপত্তা বলয় থাকবে মন্দির চত্বরে । ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ যেমন থাকবে, তেমনি থাকবে মন্দিরের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা ।
প্রায় আড়াই মাস পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণেশ্বর মন্দির । ভক্তরা মন্দিরে পুজো দিতে এসে মন্দির চত্বর থেকে বাইরে বেরোনোর জন্য ৩০ মিনিট সময় পাবে । দক্ষিণেশ্বর মন্দিরে আসা ভক্তরা বর্তমান পরিস্থিতিতে মন্দিরে বসে কিছু খেতে পারবে না । তবে খাবার তারা প্যাকেট করে মন্দির চত্বর থেকে বাইরে নিয়ে গিয়ে খেতে পারবে । প্রত্যেক ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো দিতে হবে । দক্ষিণেশ্বর মন্দিরে বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে রাজ্য বাসী তথা দেশ বাসীকে মন্দিরের নতুন নিয়মাবলি জানিয়ে দেন দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি কুশল চৌধুরী । ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা মন্দির চত্বরে ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে বলে পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে ।
Post a Comment