রামদেবের পতঞ্জলির "করনীল"-এ নিষেধাজ্ঞা


রামদেবের পতঞ্জলির "করনীল"-এ নিষেধাজ্ঞা


   করোনা ভাইরাসের মতো মারণ ভাইরাসের সংক্রমণে আজ গোটা বিশ্ব দেশ তথা বিশ্বের তাবড় তাবড় চিকিৎসক, গবেষক এই ভাইরাসের প্রতিষেধক স্বরূপ এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি বাজারে চলতি কিছু এন্টিবায়োটিক ওষুধ প্রয়োগের মাধ্যমেই চলছে রোগের চিকিৎসা আমেরিকার মতো দেশও এর বাইরে নয় ঘন্টায় ঘন্টায় মিউটেশনের মাধ্যমে জিনগত পরিবর্তন ঘটিয়ে চরিত্র বদল করে ক্রমশঃ বংশ বিস্তার করে চলেছে করোনা ভাইরাস আর এই কারণেই নির্দিষ্ট প্রতিষেধক তৈরিতে হিমশিম খেতে হচ্ছে বিজ্ঞানী গবেষকদের তাই এখনও পর্যন্ত lockdown আর সামাজিক দুরত্বের মধ্যেই সীমাবদ্ধ করোনার ভ্যাকসিন এরই মধ্যে পতঞ্জলির "করনীলহৈচৈ ফেলে দিয়েছে দেশজুড়ে
      যোগগুরু রামদেবের দাবি করোনা ভাইরাস সংক্রান্ত রোগ নিরাময়ের ক্ষেত্রে এই ওষুধ সম্পূর্ণ নির্ভরযোগ্য রোগের উপসর্গ হিসেবে জ্বর, সর্দি-কাশি ইত্যাদি রোধ নিরাময়ে এই ওষুধ ১০০ শতাংশ কার্যকর, দাবি সংস্থার এমনকি শুধু মৌখিক ভাবেই নয়, বহু আক্রান্ত মানুষের ওপর প্রয়োগ করে ওষুধের গুণগত মান তার জীবনদায়ী ফলাফলও পাওয়া গেছে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে কিন্তু ভারত সরকারের আয়ুশ মন্ত্ৰালয় করনীল সংক্রান্ত পতঞ্জলির এই ধরণের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে করোনা রোগের ১০০ শতাংশ প্রতিষেধক বলে সংস্থার এই ওষুধের প্রচারকে " ড্রাগ এন্ড ম্যাজিক রেমিডিজ আইন ১৯৫৪ " - এর বিরোধী বলে জানিয়েছে মন্ত্ৰালয় ওষুধের যাবতীয় উপাদান, প্রতিটির বিজ্ঞানসম্মত গুনাগুন, কার্যকরী ক্ষমতা ইত্যাদি যাবতীয় তথ্য অবিলম্বে মন্ত্ৰালয়কে জানাতে হবে বলে পতঞ্জলিকে নির্দেশ দিয়েছে আয়ুশ কোভিড নিরাময়ে এই ওষুধ যে প্রতিষেধকের কাজ করতে পারে, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও চাওয়া হয়েছে পতঞ্জলির কাছ থেকে শুধু তাই নয়, কবে, কখন, কোন হাসপাতালে এই ওষুধের প্রয়োগে রোগীদের আরোগ্যলাভ হয়েছে সে বিষয়েও জানতে চাওয়া হবে সংস্থার কাছে   সব মিলিয়ে আপাতত করনীল - নিষেধাজ্ঞা উত্তরাখন্ড সরকারের আয়ুর্বেদ বিভাগের এক লাইসেন্স অফিসার বলেছেন যে পতঞ্জলির করা এক আবেদন পত্রের ভিত্তিতে ওই ওষুধ তৈরীর  লাইসেন্স দেওয়া হয়, কারণ এতে ব্যবহৃত ভেষজ উপাদান সাধারণ জ্বর, সর্দি-কাশিতে আরামদায়ক কিন্তু তাতে করোনা রোগ-নিরাময় সংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখ ছিল না করনীলকে কোভিড রোগের প্রতিষেধক হিসেবে প্রচার করার অনুমতি বা লাইসেন্স পতঞ্জলি কোথা থেকে পেলো ---- নোটিস জারি করে পতঞ্জলির কাছ থেকে উত্তর চাওয়া হবে বলে  জানিয়েছে উত্তরাখন্ড সরকার


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
satta king tw