কাঁথিতে
করোনা আক্রান্ত প্রভাবশালী তৃণমূল নেতা
এবার করোনায় আক্রান্ত হলেন দেশপ্রান
ব্লকের প্রভাবশালী তৃনমূল নেতা । করোনাতে আক্রান্ত হয়েছেন কাঁথির এক ওষুধ ব্যবসায়ী
।সব মিলিয়ে আতংক সপ্তমে কাঁথিবাসীর ।এই পরিস্থিতিতে শহরের ছোট-বড় ব্যবসায়ী ও প্রশাসনকে
আরো দ্বায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কাঁথির
ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব । কারন বিভিন্ন সুত্র অনুযায়ী পাওয়া তথ্য অনুসারে বুধবারের
পর বৃহস্পতিবারও দুই সংখ্যার গন্ডি
ছুঁয়েছে আক্রান্তরা ।
এই ঘটনার ভিডিও ফুটেজ দেখতে
হলে নিচের 'প্লে বাটনে' ক্লিক করুন...
কেউ কেউ আবার দাবি করেছেন দুই দিনের বলে যেটা মিনে করা হচ্ছে,তা আসলে শুধুমাত্র বুধবারের । স্বাস্থ্য
দফতর কিংবা প্রশাসন স্পষ্ট করে সংবাদ মাধ্যমকে করোনা সংক্রান্ত রিপোর্ট না দেওয়ায় এই
বিপত্তি হচ্ছে । তবে বিভিন্ন সুত্রের দাবি
অনুযায়ী এটা শুধুমাত্র বুধবারের আক্রান্ত রোগীর
সংখ্যা হয়,তাহলে তা সত্যি চিন্তার বিষয় । কারন এক দিনেই আক্রান্তের সংখ্যা "৫০"
ছুঁই ছুঁই !
পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের
এই প্রভাবশালী তৃনমূল নেতা বর্তমানে কলকাতায়
একটি বেসরকারী হাসপাতালে চিকিৎস্যাধীন ।তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁর রিপোর্ট
পজেটিভ এসেছে । তাই চিকিৎস্যার জন্যে বৃহস্পতিবারই কলকাতায় গেছেন ।অপরদিকে কাঁথি সুপার
মার্কেট সংলগ্ন এক ব্যবসায়ী করোনা আক্রান্ত
হয়েছেন । ১৩নং ওয়ার্ডের বাসিন্দা এই ব্যবসায়ীর দোকানের ৪-৫ জন কর্মচারীও আক্রান্ত হয়েছেন
করোনাতে । সুপার মার্কেট সংলগ্ন একটি সরকারী
ব্যঙ্কের এক কর্মচারী ও কাঁথি দমকল বিভাগের এক কর্মীও আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে
। এর পাশাপাশি ১৩নং ওয়ার্ডে ৪ জন, ১৫ নং ওয়ার্ডে
৩ জন এবং ৫ নং ওয়ার্ড-১৬ নং ওয়ার্ড -১৭ নং ওয়ার্ড - ১৮ নং ওয়ার্ড - ১৯ ওয়ার্ডের এক
জন করে বাসিন্দা মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের কোভিড হাসপাতালে নাকি
হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎস্যার ব্যাবস্থা
হয়েছে জানা যায়নি ।
অপরদিকে পরিস্থিতির কথা মাথায় রেখে
প্রশাসন ও ব্যবসায়ীদের আরো দ্বায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন কাঁথি শহর ব্যবসায়ী
সমন্বয় সমিতির সম্পাদক জগদীশ দীন্ডা । কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলার তথা ব্যবসায়ী
সমন্বয় সমিতির সম্পাদক জগদীশ দীন্ডা জানিয়েছেন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে লকডাউনকে সর্বাত্মক করতে
হবে । সেই সাথে সকল ব্যবসায়ী ও তাঁদের কর্মচারীদের দ্রুত কোভিড টেস্ট করার পরামর্শ দিয়েছেন জগদীশ বাবু ।বলেন
রিপোর্ট নেগেটিভ এলেও বাড়িতে ৩-৪ দিন কাটিয়ে
দোকানের আসার পরামর্শ দিয়েছেন তিনি । সেই সাথে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যবসায়ী-কর্মচারী কিংবা গ্রাহকেরা যাতে
নন ভাবেই বাজার না যায় সেই বিষয়ে তাঁদের পরিবার ও আপনজনদের পরামর্শ দিয়েছেন তিনি ।
বলেন এটা ব্যবসার নয়, নিজের ও অপরের জীবন রক্ষার সময় ।সমস্যা হলে,কষ্ট হলেও সকলকেই
এটা মানার জন্যে অনুরোধ জানিয়েছেন কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলার তথা ব্যবসায়ী
সমন্বয় সমিতির সম্পাদক জগদীশ দীন্ডা।
Post a Comment