মহানদীর বুকে প্রাচীন
মন্দিরের খোঁজ পেল আর্কিয়োলজিক্যাল সার্ভে
ওডিশার কটকে মহানদীর
বুকে প্রাচীন মন্দিরের খোঁজ মিলল । খোঁজ পেল
আর্কিয়োলজিক্যাল সার্ভে ইন্ডিয়া । দীর্ঘ সময় ধরে, মহানদীর গর্ভে আতিপাতি অনুসন্ধান
চালিয়ে, ঘাম-ঝরানো পরিশ্রমে, অবশেষে কটকের উজানে তাঁরা প্রাচীন মন্দিরটিকে খুঁজে পেয়েছেন।
কটকের কাছেই পদ্মাবতী
অঞ্চলের বৈদেশ্বরে, মাঝনদীতে নিমজ্জিত অবস্থায় আবিষ্কার হয়েছে প্রাচীন মন্দিরটি। সেখানে
জলের গভীরে মন্দিরের চুড়ো খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা।
প্রাচীন এই মন্দিরের
অবস্থান নির্ণয় করতে সহযোগিতা করেন স্থানীয় প্রত্নতত্ত্বে উত্সাহী রবীন্দ্র রানা। গ্রীষ্মে
এই মন্দিরের চুড়ো হালকা ভাবে জেগে ওঠার কারণে সেখানে কিছু যে একটা আছে তা আঁচ করেছিলেন
তাঁরা। জানা গিয়েছে প্রাচীন এই মন্দিরটি গোপীনাথ দেবের।
প্রাচীন এই মন্দিরটি
যেখানে রয়েছে, আগে তা 'সাতপাটানা' হিসাবে পরিচিত ছিল।
Post a Comment