"ভারতই আমার জন্য সব থেকে নিরাপদ"
ট্যুইটে মন্তব্য তসলিমার
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর ঐতিহাসিক মুহূর্তেই
আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বজুড়ে বিতর্কিত লেখিকা হিসেবে
বিখ্যাত অথবা কুখ্যাত তসলিমা নাসরিন।
এদিন তসলিমা নাসরিন ট্যুইট করে দাবি করেন যে, তিনি যদি
উপমহাদেশে থাকেন তাহলে ভারতেই থাকতে চান। এমন ইচ্ছের কারণও খুব স্পষ্ট আর খোলামেলাভাবে
ব্যক্ত করেছেন এই বিতর্কিত লেখিকা।
৫ ই আগস্ট ১১. ৩৫ মিনিটে তাঁর এই সাড়া ফেলে দেওয়া ট্যুইটটি
করেন তসলিমা নাসরিন। ট্যুইট করে তিনি বলেন, "আমার নিজের দেশে আমি থাকতে পারিনা।
আর পাকিস্তানে তো বেঁচে থাকা একেবারেই অসম্ভব ব্যাপার। উপমহাদেশে আমি কেবলমাত্র ভারতেই
থাকতে পারি। কেন ভারত!!? কারণ এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, তাই। সত্য কথাটি হচ্ছে
এই যে, অমুসলিম দেশ গুলি মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা,
মানবতাবাদি কিংবা নাস্তিকদের পক্ষে অনেক বেশি নিরাপদ।'
Post a Comment