চিনের নজরে এবার ভুটান, তপ্ত সীমান্ত



এবার পশ্চিম ও মধ্য ভুটানের সীমান্ত বরাবর গোলমাল শুরু করেছে চিনের সেনা। সীমান্ত সমস্যা নিয়ে বেজিং–থিম্পু ২৫তম রাউন্ডের বৈঠক হওয়ার কথা ছিল চলতি মাসে। তার আগেই চিন–ভুটান সীমান্তের মধ্য ও পশ্চিম সেক্টরে পিপলস লিবারেশন আর্মি গোলমাল পাকাতে শুরু করেছে বলে খবর। এমনকী ভুটানের ভুখণ্ডে চিনের ফৌজের অনুপ্রবেশের অভিযোগও উঠেছে।

চিন দাবি করেছে— ভুটানের পশ্চিম প্রান্তের ৩১৮ বর্গ কিলোমিটার এবং মধ্য ভুটানের সীমান্ত বরাবর ৪৯৫ বর্গ কিলোমিটার এলাকা তাদের। চিনের লালফৌজ সেখানে সেনা চলাচলের রাস্তা তৈরি করতে চলেছে। লাল ফৌজের এই গতিবিধিতে উদ্বিগ্ন থিম্পু। 

লাদাখের মতো একই পদ্ধতিতে গত ১৩ আগস্ট তোর্সা নালা পার করে ভুটান সীমানায় ঢোকে পিএলএ। রাজা–রানী লেকের থেকে পশুপালকদের সরে যেতে বলে। উত্তর ডোকালামে সার্ভিল্যান্স ক্যামেরা ও অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম বসিয়ে নজরদারি শুরু করে দিয়েছে চিন। চুম্বি উপত্যকার পূর্ব ভুটানের প্রায় ৪০ কিলোমিটার অন্দরে ঢুকে তারা রাস্তা এবং হেলিপ্যাড বানিয়েছে বলে অভিযোগ। 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
satta king tw