রাতের
অন্ধকারে দাউদাউ করে জ্বলল একধিক ট্রলার
রাতের অন্ধকারে নদীর বুকে দাউ দাউ করে জ্বলে উঠলো একের
পর এক ট্রলার। গোটা ঘটনায় হতচকিত ট্রলারে থাকা মৎস্যজীবীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত
একাধিক ট্রলার। গুরুতর আহত সাতজন মৎস্যজীবী।
এই ঘটনার ভিডিও ফুটেজ দেখতে হলে নিচের 'প্লে বাটনে' ক্লিক করুন...
পূর্বমেদিনীপুর জেলার পেটুয়াঘাট থানার ঘটনা। পেটুয়া
মৎস্য বন্দরে জেটি ঘাটে হয় এই অগ্নিকাণ্ড। জানা
গিয়েছে, পেটুয়া মৎস আরোহন কেন্দ্রে মা ভবতারিনি নামের ট্রলারে রাত্রি ৯:১৫ নাগাদ রান্না
হচ্ছিলো। রাতের খাবার খেয়ে ভোর থেকে মাছ ধরতে যাবে বলে মৎস্যজীবীরা তৈরি হচ্ছিল। কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডার হটাৎ বিস্ফোরণ
হয়ে ট্রলারে আগুন লেগে যায়। পর পর ৬ টি ট্রলারে আগুন ছড়িয়ে পড়ে । ৩ টি ট্রলার পুরো
ভস্মীভূত হয়ে যায়। পেটুয়াঘাটে থাকা মা ভবতারিনির দুটি ট্রলার আগেই পুড়ে যায় । তার পরেই
পর পর ছড়িয়ে পড়ে আগুন । ঘটনাস্থলে দমকল পৌঁছনর আগেই শেষ হয়ে যায় ৩ টি ট্রলার । পাশেই
জুনপুট কোস্টাল থানা। দ্রুত ছুটে আসেন থানার পুলিশ কর্মী ও বন্দর কর্মীরা। উদ্ধারকাজে
হাত লাগান এলাকার স্থানীয় বাসিন্দারাও।
Post a Comment