স্থানীয় সূত্রে খবর, গলসির বেলগ্রামের বাসিন্দা দীপা মল্লিক (১৯) ও তার স্বামী সঞ্জয় মল্লিক ২৮ জুলাই গলসি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি টোটো ভাড়া করেন। চালক শ্রীকান্ত রুইদাসকে তারা বলে গুসকরায় চাল কিনতে আসবে। দুপুরে গুসকরা হাটতলার কাছে একটি দোকানে চাল কেনে তাঁরা। দীপা চালক শ্রীকান্তকে চালের বস্তা টোটোয় চাপাতে বলে। শ্রীকান্ত বস্তা নিয়ে এসে দেখেন, টোটো ও সওয়ারিরা নেই।
পুলিশ সূত্রে খবর, এরপর টোটোচালক গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। সেই চোরাই টোটো বিক্রি করতে ফের গুসকরাতে এসেই ধরা পড়ে যায় দীপা। খবর আসে, একটি টোটো নিয়ে দু’জন নতুনহাট–গুসকরা রাস্তা ধরে গুসকরার দিকে আসছে। তাদের গতিবিধি সন্দেহজনক। পুলিশ নদীপট্টি এলাকায় টোটো আটকায়। পুলিশ দেখে সঙ্গে সঙ্গে চম্পট দেয় সঞ্জয়। দীপাকে পুলিশ আটক করে। জেরা করে পুলিশ জানতে পারে, বিক্রির উদ্দেশ্যে তারা টোটো নিয়ে গুসকরায় আসছিল।
Post a Comment