ট্রেডমার্ক চুরি !! বন্দি রামদেবের
"করনীল"
শুক্রবার মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি সি.ভি.কার্থীকেয়ান
পতঞ্জলির "করনীল" এর ওপর স্থগিতাদেশ দেন । চেন্নাইয়ের এক নামী কোম্পানির
দায়ের করা আপিলের ওপর ভিত্তি করে বিচারক এই নির্দেশ জারি করেন । সাত সমুদ্র তেরো নদী
পার করে শেষমেষ ঘরের দুয়ারে এসে নৌকাডুবি হলো পতঞ্জলির । কাজেই চাইলেও মানুষের হাতে
আসছে না যোগগুরু বাবা রামদেবের রোগ প্রতিরোধক জরিবুটি "করনীল"। কারণ, সে
এখন "আন্ডার সাবজুডিজ ম্যাটার"।
অরুদ্র
ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামের কোম্পানির পক্ষ থেকে কোর্টে আপিলের মাধ্যমে জানানো
হয় যে, ১৯৯৩ সাল থেকে তাদের একটি প্রোডাক্টের ট্রেডমার্ক হলো "করনীল" যা
২০২৭ সাল পর্যন্ত স্বাধিকার সংরক্ষিত । পতঞ্জলি তাদের ট্রেডমার্ক ব্যবহার করে নিজেদের
প্রডাক্ট প্রচার করছে, যা সম্পূর্ণ বেআইনি । তাদের ওই প্রোডাক্ট এতটাই জনপ্রিয় যে
BHEL ও INDIAN OIL এর মতো কোম্পানি তাদের ক্লায়েন্ট ।
আর তারই ভিত্তিতে
যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে বিচারক "করনীল" এর ওপর স্থগিতাদেশ জারি করেন । ৩০শে জুলাই পর্যন্ত এই নির্দেশনামা
বলবৎ থাকবে বলে আদালত সূত্রের খবর ।
Post a Comment