এখনো অতি সংকটেই সৌমিত্র

 


বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনো প্রকার উন্নতি হয়নি গত ২৪ ঘন্টায়। গতকাল  বিকেল ৩টের মেডিক্যাল বুলেটিনে যা ছিল, তেমনই অবস্থা সৌমিত্রবাবুর। এখন ভেন্টিলেশন থেকে বের করাই অগ্রাধিকার বলে জানালেন চিকিৎসক অরিন্দম কর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়ুগত সমস্যা ও মস্তিষ্কের সাড়া দেওয়ার বিষয়টি এখন নজর দিচ্ছেন চিকিৎসকরা। এর পাশাপাশি ইনফেকশন, কিডনি, রেনাল ফাংশন ও অন্যান্য অঙ্গের কার্যক্ষমতার ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। একাধিক অঙ্গ ঠিকমতো কাজ করছে না। তা স্বাভাবিক করতে চাইছেন চিকিৎসকরা। ২১ দিন ধরে কনসাসনেসই প্রধান সমস্যা। তা ঠিক হলে স্টেরয়েড বা প্লাজমা থেরাপি শুরু হবে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে সোমবার রাত থেকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সম্পূর্ণ ভেন্টিলেশনে রেখেই অক্সিজেন ওঠা-নামা ৯৫ শতাংশ। মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯-এর কাছাকাছি।

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
satta king tw