‘এক ইঞ্চি জমিও ছাড়ব না’ মহাভারতের কৌরবদের মতন বিবৃতি বেজিংয়ের

 


‘এক ইঞ্চি জমিও ছাড়ব না’

মহাভারতের কৌরবদের মতন বিবৃতি বেজিংয়ের

মস্কোয় ভারত ও চিনে দু’দেশের বৈঠকের পরও সীমান্ত বিরোধ মেটার কোনও ইঙ্গিত নেই। বরং শনিবার গোটা পরিস্থিতির জন্য পালটা ভারতকেই দোষী সাব্যস্ত করল চিন। সে দেশের সরকারের তরফে জানানো হল,  এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না চিন। সীমান্ত উত্তেজনা বাড়িয়ে তোলার জন্যও ভারতের দিকেই অভিযোগের আঙুল তুলছে বেজিং।

শুক্রবারই মস্কোয় চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দু’ঘণ্টার বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আর তার পরপরই শনিবার সকালে চিনের তরফে সরকারি বিবৃতি জারি করে বলা হয় , ‘‘চিন-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি, জিইয়ে রাখা ও বাড়িয়ে তোলার জন্য ভারতই পুরোপুরি ভাবে দায়ী। এক্ষেত্রে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না চিন। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখতে চিনা সেনাবাহিনী সক্ষম, আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রতিজ্ঞ ।’’





Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
satta king tw