চিনের গোয়েন্দাদের হাতে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য তুলে দেওয়া হচ্ছিল। এই অভিযোগে সাংবাদিক রাজীব শর্মাকে গ্রেপ্তার করা হয়েছিল। শনিবার দিল্লি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এদিন গ্রেপ্তার করা হয়েছে এক চিনের মহিলা ও তাঁর নেপালি সহযোগীকে।
পুলিশ সূ্ত্রে খবর, ধৃত সাংবাদিকের কাছে সেনার বহু গোপনীয় তথ্য আছে। মোটা টাকার বিনিময়ে যা তিনি চিনের এক মহিলাকে পাচার করেন। এই অভিযোগ পেয়ে সাংবাদিক রাজীব শর্মাকে গ্রেপ্তার করা হয়। আপাতত ৬ দিন পুলিশি হেপাজতে রয়েছেন তিনি। তাঁর মোবাইল, ল্যাপটপ সিজ করেছে পুলিশ। কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার কুইং শি নামে এক চিনের মহিলা এবং তাঁর নেপালি সঙ্গী শের সিংকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এই তিনজনের বিরুদ্ধেই ভারত থেকে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য চিনে পাচার করার যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে।
রাজীবের টুইটারে সন্দেহজনক কার্যকলাপের হদিশ মিলেছে বলে খবর। দিল্লি পুলিশের বিশেষ শাখার ডিসিপি সঞ্জীব যাদব বলেন, ‘প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গোপনীয় তথ্য তাঁর কাছে ছিল। তদন্ত চলছে। হাতে তথ্য পৌঁছালে পরে তা জানানো হবে।’
Post a Comment