ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব লাদাখ। তবে এবার ঘটনাস্থল গলওয়ান উপত্যকা নয়, প্যাঙ্গং সরোবর। জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। সোমবার এই তথ্যই দিয়ে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২৯–৩০ আগস্টের রাতে পূর্ব লাদাখের প্যাংগং সো এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করে সামরিক উস্কানির চেষ্টা করেছিল চিন। তবে ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেওয়ায় তা ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্যাংগং লেকের দক্ষিণ অংশে চিনের বাহিনীর আগ্রাসন রুখতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। স্থিতাবস্থা বদল করার উদ্দেশ্যে প্ররোচনামূলক সামরিক গতিবিধি দেখিয়েছে তারা। সব সমস্যা আলোচনার মধ্যে দিয়ে মেটানোর ব্যাপারে ভারতীয় সেনা বদ্ধপরিকর হলেও, নিজেদের অঞ্চল রক্ষা করার জন্য যে কোনও পন্থা নিতে প্রস্তুত ভারতীয় সেনা।
ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ বলেন, ‘আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখায় বিশ্বাসী ভারতীয় সেনাবাহিনী। তবে সার্বভৌমত্বের রক্ষায় কোনও সমঝোতা তারা করবে না। চিনের বাহিনীর আগ্রাসন প্রতিহত করতে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারতীয় বাহিনী।’
উল্লেখ্য, গত জুন মাসে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত–চিনের সেনার মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘ ৪৫ বছর পর দু’দেশের সীমান্ত সংঘর্ষে সেনা মৃত্যু হয়। ভারতের কর্নেল–সহ ২০ জন এবং চিনের তরফে ৪৩ জন হতাহত বলে জানা যায়। ভারতের দাবি ছিল, চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা না মানার ফলেই লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। পরিস্থিতির বিশেষ বদল হয়নি, এদিনের ঘটনায় তা বোঝা গেল।
Post a Comment