চিনের অর্ধেক নাগরিকের পছন্দ মোদী সরকার



ভারত–চিন সম্পর্ক অহি–নকুল। গলওয়ান উপত্যকায় চিনের আগ্রাসন নীতির জন্যই তা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের রক্তচক্ষুর জবাব দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে প্রতিবেশী চিনের অর্ধেক মানুষের পছন্দের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। বৃহস্পতিবার এই দাবি করেছে সেদেশের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস।

সমীক্ষায় চালিয়ে গ্লোবাল টাইমস দেখেছে, ৫০ শতাংশ চিনের নাগরিকই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পক্ষে মত দিয়েছেন। বাকি নাগরিক নিজের দেশের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। চিনের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করেন বিগত কয়েকদিনে ভারত–চিন সম্পর্ক খারাপ হয়েছে। চিনের প্রতি ভারতীয় নাগরিকরা বেশি ক্ষুব্ধ হয়েছেন। আবার ৩০ শতাংশ চিন নাগরিকের বিশ্বাস ভবিষ্যতে ভারত–চিন সম্পর্ক ভালো হবে। 

উল্লেখ্য, গলওয়ান উপত্যকার ঘটনার পরই ভারতে চিনের দ্রব্য বয়কটের ডাক জোরালো হয়েছে। তার প্রভাব চিনের অর্থনীতে বেশ ভালভাবেই পড়েছে। ভারতের মতো বিশাল দেশের বাজার হারাতে হয়েছে শি জিনপিং সরকারকে। চিনের সাধারণ নাগরিকদের মনে সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারই প্রতিফলন গ্লোবাল টাইমসের সমীক্ষায় পাওয়া গিয়েছে।


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
satta king tw