করোনাকে
হারিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের অনলাইনে কর্মশালা
রাজ্যের বিভিন্ন
প্রান্তের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনলাইনে এক কর্মশালা হয়ে
গেল শুক্রবার। বিষয় ছিল কেমিস্ট্রি বা রসায়ন। করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া উচ্চ
মাধ্যমিক পরীক্ষার রসায়ন পরীক্ষাটি পুনরায় ধার্য হয়েছে আগামী 6 জুলাই। সেই পরীক্ষার
জন্য যারা প্রস্তুতি নিচ্ছে সে রকম ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করেছিল
কলকাতার স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। এদিনের কর্মশালার শুরুতে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির
ম্যানেজিং ডিরেক্টর সেখ জসিমউদ্দিন মন্ডল বলেন করোনার প্রাদুর্ভাবে ছাত্র-ছাত্রীরা
যাতে তাদের মনোবল হারিয়ে না ফেলে তার জন্য এই আয়োজন। আশা করা যায় অন্যান্য পর্যায়ের
ছাত্র-ছাত্রীদের জন্যও স্যান্ডফোর্ড খুব শীগ্রই কয়েক দফা কর্মসূচি নিয়ে আসতে পারবে।
এদিন কর্মশালার শুরুতে স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ সরকারের লেবার কমিশনার বিশিষ্ট আইএএস
অফিসার জাভেদ আখতার। তিনি এই কঠিন সময়ে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্য স্যান্ডফোর্ড
অ্যাকাডেমির ভূয়সী প্রশংসা করেন। তিনি ছাত্র-ছাত্রীদের বলেন জীবনে কঠিন সময় আসে,
তেমনই আসে ব্যর্থতাও । কিন্তু এগুলোকে পেছনে ফেলে যারা এগিয়ে যেতে পারে তারাই জয়ী
হয়। তিনি উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের সাফল্যের সাথে এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা
করেন এবং আগামী দিনেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। এদিনের রসায়নের ক্লাস নেন দুর্গাপুর
আর ই মডেল স্কুলের বিশিষ্ট শিক্ষক নুরুল হক। সম্পূর্ণ বিষয়টিকে অধ্যায়ভিত্তিক কোন
কোন বিভাগ কেমন ভাবে পড়তে হবে, কোন কোন পর্যায়ে ছাত্রছাত্রীরা প্রায়শই ভুল করে ফেলে,
এ বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলেন। ছাত্রছাত্রীরা তাঁর ক্লাসে অভিভূত হয়ে পড়ে। তারা
নুরুল হক স্যারের ক্লাস আগামী দিনেও পাওয়ার ব্যাপারে উৎসাহ প্রকাশ করে। এমনকি তাদের
অভিভাবকরাও এ বিষয়ে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এদিনের
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নায়ীমুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির
চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহিম খান।
Post a Comment